বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠনের ব্যবস্থাপনায় রহমাতুল্লিল আলামীনের (দঃ) শুভ আগমন ও ওরছে গাউসুল আজম দস্তগীর (রা:) উদযাপন উপলক্ষে ১৯তম দুইদিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা এবং আজিমুশশান ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) এর আয়োজন করা হয়েছে। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ চিকিৎসা সেবা চলে।
এছাড়া অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত ও গাউছিয়া খতম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর কঞ্জুরী এলাকায় খানকায়ে গাউছুল আজম দস্তগীর (রা:) আস্তানায় ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলাল হোসেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল জলিল, তৌহিদুর রহমান, আব্দুল মান্নান, সাবেক ইউপি সদস্য সুনীল দাশ, গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠনের সভাপতি মুহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, সাংবাদিক বাবর মুনাফ, সংগঠনের সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ এহছানুল হক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
চিকিৎসা সেবার প্রথমদিনে প্রায় ৮ শতাধিকেরও বেশি রোগীকে চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রেজাউল করিম শিকদার, ডা. মো. আবদুল মাবুদ, ডা. মো. আরাফাত চৌধুরী, ডা. বুবলি ধর, ডা. সানজিদা মোস্তারি প্রমি এবং উম্মে ওয়ারা। মাহফিলের দ্বিতীয় দিন বুধবার (৩১ জানুয়ারি) চিকিৎসাসেবা কার্যক্রম চলবে।
এছাড়া সোমবার (২৯ জানুয়ারি) পবিত্র খতমে সহিহ বোখারী শরীফ ও এতিম মেয়ের বিয়ের আয়োজন করা হয়।
বিএনএনিউজ/ বাবর মুনাফ