22 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে আইনজীবী সমিতির নেতৃত্বে বাবুল-কালাম

ময়মনসিংহে আইনজীবী সমিতির নেতৃত্বে বাবুল-কালাম

ময়মনসিংহে আইনজীবী সমিতির নেতৃত্বে বাবুল-কালাম

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক আবুল কালাম। সোমবার (৩০ জানুয়ারী) সকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও রিটার্নিং কর্মকর্তা অ্যাড. নুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে রবিববার (২৯ জানুয়ারী) নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের সংগঠন হিসেবে পরিচিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্রার্থীরা ১৫ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয় লাভ করেছেন।

সভাপতি পদে ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক পদে ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একই প্যানেলে আবুল কালাম। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক পেয়েছেন ৩৯২ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল হক পেয়েছেন ৩৮৩ ভোট।

সূত্র জানায়, মোট ৯৪৪ জন ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোট প্রদান করেছেন। ভোট শেষে সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়

বিএনএ/ হামিমুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ