বিএনএ, কক্সবাজার : উখিয়ায় ২৪ টি বিদেশী বিয়ার ক্যান নিয়ে এক রোহিঙ্গাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার রাতে তাদের আটক করা হয়।
রোববার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ আবু সালাম চৌধুরী।
শনিবার (২৮ জানুয়ারি) রাত ৮ টার সময় উখিয়ার রাজাপালং ইউনিয়নের পালং জেনারেল হাসপাতাল পাশে কক্সবাজার টু টেকনাফ মহাসড়কের নিকট এক অভিযান চালিয়ে তাদের হেফাজতে থাকা দেহ ও আশপাশ এলাকা তল্লাশি করে (২৪) টি বিদেশী বিয়ার ক্যান উদ্ধার করে।
আটকরা হলেন, কুতুপালং রাজাপালং ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের কাদের হোসেন এর ছেলে মোঃ ইমরান (২২) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০৭ এর বাসিন্দা মৃত মনির আহম্মদ এর ছেলে নাজিমুল হাসান (৩০)।
আটকরা জানায়, তারা দীর্ঘ দিন যাবৎ পরস্পর যোগসাজশে উক্ত বিদেশী বিয়ার ক্যান অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্য তাদের হেফাজতে রেখেছিল।
উদ্ধারকৃত বিয়ারগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিএনএনিউজ/এইচ,এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।