16 C
আবহাওয়া
১১:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে অস্ত্রধারী র‌্যাবের জালে

চট্টগ্রামে অস্ত্রধারী র‌্যাবের জালে

চট্টগ্রামে অস্ত্রধারী র‌্যাবের জালে

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে রাজু রায় (৩৭) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি থানাধীন আজিমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি এলজি। গ্রেপ্তার রাজু  ফটিকছড়ি থানার তৈলপাইড় এলাকার মৃত খোকা রায়ের ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র কেনাবেচা  ও অবৈধভাবে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ