24 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » শেহনাজকে দেখে কাঁদলেন সালমান

শেহনাজকে দেখে কাঁদলেন সালমান

শেহনাজকে দেখে কাঁদলেন সালমান

বিএনএ, বিনোদন ডেস্ক : সম্প্রতি রিয়্যালিটি শো ‘বিগ বস ১৫-এর চূড়ান্ত পর্বে অতিথি হয়ে এসেছিলেন শেহনাজ। মঞ্চে সঞ্চালক সালমানকে তিনি বলেন, ‘আপনাকে দেখে আমি আবেগপ্রবণ হয়ে যাই। অনেক কিছু মনে পড়ে গেল।

এর পরই কাঁদতে শুরু করেন এ অভিনেত্রী। শেহনাজের কান্না দেখে নিজেকে সামলাতে পারেননি সালমানও। অভিনেতা সিদ্ধার্থ শুক্লার কথা স্মরণ করেই এমন শোকের মাতম বয়ে যায় ‘বিগ বস ১৫’-এর মঞ্চে। গত বছরের সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা পৃথিবীর মায়া ত্যাগ করেন সিদ্ধার্থ শুক্লা।

সিদ্ধার্থ ছিলেন শেহনাজের প্রেমিক। ‘বিগ বস’-এর মাধ্যমেই সিদ্ধার্থের সঙ্গে শেহনাজের পরিচয় হয়। শোয়ের ১৩তম সিজনে দুজনের বন্ধুত্ব প্রেমের দিকে গড়ায়।

প্রেমিকের হঠাৎ মৃত্যুতে মুষড়ে পড়েন শেহনাজ। বেশ কিছু দিন পর্দার বাইরে ছিলেন তিনি। ধীরে ধীরে ফিরেছেন সাধারণ জীবনে। এবার বিগ বস’—এর মঞ্চে ফিরে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। এই মঞ্চেই সিদ্ধার্থকে পেয়ে হারিয়েছিলেন তিনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ