19.5 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ১৬ জাপানি পাচ্ছেন নির্বাচন পর্যবেক্ষক কার্ড

১৬ জাপানি পাচ্ছেন নির্বাচন পর্যবেক্ষক কার্ড

ইসি

বিএনএ, ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬ জন জাপানিকে পর্যবেক্ষক কার্ড দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক চিঠিতে এ অনুরোধ করা হয়।

চিঠিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় অবস্থিত জাপানিজ দূতাবাস থেকে আবেদন করা ১৬ জন নির্বাচন পর্যবেক্ষকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও সদর দপ্তর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর থেকে তাদের নিরাপত্তা ছাড়পত্র ও ভিসা ইস্যুকরণের ব্যাপারে অনাপত্তি জ্ঞাপন করেছে।

এ অবস্থায়, নির্বাচন কমিশনকে পরবর্তী কার্যক্রমের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যে ১৬ জনের কার্ড ইস্যু করতে বলা হয়েছে-

মাসাতো ওয়াতানাবে, কাজুয়োশি পল কুরোদা, অ্যানরি উনো, কিমিনোরি ইওয়ামা, তাতসুয়া মাচিদা, শিম্মুরা কাতসুমি, তোমো মিনামি, কোবায়শি ইয়োশিয়াকি, কানা কোবায়াশি, তাইচি কুদো, হারুতা হিরোকি, কাওয়াই হিরোশি, আতসুশি কাতো, ওয়াতারু কাইয়া, ইয়াকুয়েমা এবং তাকুয়েমা।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ