34 C
আবহাওয়া
৯:১৭ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ‘সুস্থ’ হয়ে দেশে ফিরছেন সেব্রিনা ফ্লোরা

‘সুস্থ’ হয়ে দেশে ফিরছেন সেব্রিনা ফ্লোরা

সেব্রিনা ফ্লোরা

বিএনএ ডেস্ক: সুস্থ হয়ে দেশে ফিরছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার রাত ৯ টা ৪০ মিনিটে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ২০২০ সালে করোনা সংক্রমণের সময় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। সেসময় প্রতিদিন করোনা নিয়ে সংবাদ সম্মেলনে নানারকম পরামর্শ দিয়ে তিনি দেশের মানুষের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন। এরপর তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কোভিড-১৯ টিকা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক সেব্রিনা ফ্রোরার শারীরিক অসুস্থতা ধরা পড়ার পর তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই হাসপাতালে পাঁচবার নেক্রোসেক্টোমি করা হয়ছিল। তিনি দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ