25 C
আবহাওয়া
১:৩০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনা আক্রান্ত শাবনূর

করোনা আক্রান্ত শাবনূর

করোনা আক্রান্ত শাবনূর

বিএনএ, বিনোদন ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী শাবনূর। বুধবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ঝুমুর।

তিনি জানান, আগের সপ্তাহ থেকে শাবনূরের জ্বর ছিল। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। এতে পজিটিভ আসে। বাসায় কয়েকদিন আইসোলেশনে ছিলেন। হঠাৎ করেই সমস্যা বোধ করলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গিয়ে ভর্তি হন।

ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন শাবনূর। ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ১৯৯৪ সালে জহিরুল হকের ‘তুমি আমার’ চলচ্চিত্রে সালমান শাহ’র বিপরীতে প্রথম অভিনয় করেন শাবনূর। এই চলচ্চিত্রটির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন ঢালিউডের এই ‘স্বপ্নের নায়িকা’।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ