17 C
আবহাওয়া
৪:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » জেএমবি’র সামরিক কমান্ডার গ্রেপ্তার

জেএমবি’র সামরিক কমান্ডার গ্রেপ্তার

গ্রেপ্তার-২

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে জেএমবি’র সামরিক কমান্ডার মো. সেলিমকে (৩৩) গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। বুধবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় আকবর শাহ থানার পোর্ট লিঙ্ক রোডের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো.সেলিম লোহাগাড়া থানার জঙ্গল পদুয়া আশ্রয়ণ প্রকল্প তরুলতা এলাকার মৃত আবু তালেবের ছেলে।

গ্রেপ্তারের পর আজ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার সেলিম ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারিতে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার ‘মাস্টারমাইন্ডকে’ ও নব্য জেএমবির সামারিক শাখার প্রধান বলে জানিয়েছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ