বিএনএ,বিনোদন ডেস্ক : স্বাধীনতার ৫০বছর ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০বছর উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীত ও কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উপস্থিত ছিলেন বিএফডিসির এম ডি ও পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব শাহিন সুমনসহ পরিষদের নেতারা। অনুষ্ঠানে ৪০ পাউন্ডের কেক কাটা হয়।পুরো বিএফডিসিকে চলচ্চিত্র পোস্টার দিয়ে সাজান হয়। অনেক প্রবীন পরিচালকরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন। আজ সারাদিন ব্যাপি উৎসব চলতে থাকবে।
বিএনএনিউজ২৪.কম/রিপন/এনএএম