16 C
আবহাওয়া
১২:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » হংকংয়ে ৬ সাংবাদিক গ্রেপ্তার

হংকংয়ে ৬ সাংবাদিক গ্রেপ্তার


বিএনএ, বিশ্বডেস্ক : রাষ্ট্রদ্রোহমূলক প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগে গণতন্ত্রপন্থি ছয় সাংবাদিককে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) হংকংয়ের অনলাইন খবরের পোর্টাল স্ট্যান্ড নিউজের অফিসে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালানো হয় সাংবাদিকদের বাড়িতেও। পরে ছয় সাংবাদিককে গেপ্তার করার কথা জানায় পুলিশ।

হংকং পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তল্লাশি ও সাংবাদিকতা-সংক্রান্ত প্রাসঙ্গিক সামগ্রী জব্দ করার ক্ষমতা তাদের দেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান প্রধান সম্পাদক রয়েছেন। এ ছাড়া আছেন পপ তারকা থেকে গণতন্ত্রপন্থীদের মুখ হয়ে ওঠা সংবাদমাধ্যমটির সাবেক বোর্ড সদস্য ডেনিস হো। পুলিশের অভিযোগ, খবরের নামে দেশবিরোধী লেখা প্রকাশ করা হচ্ছিল। ওয়ারেন্ট নিয়েই তাদের দপ্তরে যাওয়া হয়েছিল।

ছয় সাংবাদিকের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী। তাঁদের বয়স ৩৪ থেকে ৭৩ বছরের মধ্যে।

সাংবাদিক গ্রেপ্তার হওয়ার পর হংকং জুড়ে নতুন করে প্রতিবাদের ঝড় উঠেছে। চীন যে নতুন আইন তৈরি করেছে, তা নিয়ে ফের সরব হয়েছেন হংকংয়ের গণতন্ত্রপন্থিরা।

এর আগেও সাংবাদিক এবং খবরের কাগজের সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে হংকংয়ে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ