21 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » লরি-বিমান সংঘর্ষ

লরি-বিমান সংঘর্ষ

হিথ্রো বিমান বন্দরে লরি-বিমান সংঘর্ষ

লরি-বিমান সংঘর্ষ আকাশে নয়, ঘটেছে ভূমিতে। মঙ্গলবার ব্রিটেনের হিথ্রো বিমান বন্দরের এ ঘটনায় বিমানটির কেবল উড্ডয়নই বাতিল হয় নি, আরও বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রাও এতে বিঘ্নিত হয়।তবে ওই ঘটনায় কেউ হতাহত হয় নি।

এলওটি পোলিশ এয়ার লাইন্সের একটি  বিমান জ্বালানি তেল নিচ্ছিল।  এমনি সময় পাশ দিয়ে চলমান একটি লরি বিমানের পাখার সঙ্গে ধাক্কা খায়। লরির সাথে সংঘর্ষের পর হিথ্রোতে যাত্রীবাহী বিমানটিকে গ্রাউন্ড করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, লড়িটি এলওটি পোলিশ এয়ারলাইন্সের জেটের উইংয়ের সাথে বিধ্বস্ত হয় যখন এটি জ্বালানি ও সরবরাহ নিয়ে যাচ্ছিল।

লরির ধাক্কায় এলওটি পোলিশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানের একটি ডানা বেশ ক্ষতিগ্রস্থ হয়।জ্বালানি নিয়ে যাত্রীবাহী বিমানটি পোল্যান্ড যাবার সূচি ছিল।

বিএনএনিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ