25 C
আবহাওয়া
৫:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » লেস্টারের কাছে হারলো লিভারপুল

লেস্টারের কাছে হারলো লিভারপুল

লিভারপুল

বিএনএ, স্পোর্টস ডেস্ক: লিভারপুলকে হারিয়ে দিয়েছে লেস্টার সিটি। আদেমোলা লুকম্যানের একমাত্র গোলে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেয়েছিল লিভারপুল। ১৫তম মিনিটে মোহামেদ সালাহর নেওয়া পেনাল্টি রুখে দেন লেস্টারের গোলরক্ষক কেসপার স্কেমাইকেল।

এরপর গোলের জোড়া সুযোগ নষ্ট করেন সাদিও মানে। তার প্রতিদানও দিতে হয় ইউর্গেন ক্লপের শিষ্যদের। ৫৯তম মিনিটে ডসবেরি-হলের পাসে অলরেডদের জাল খুঁজে নেন সাবেক এভারটন ফরোয়ার্ড লুকম্যান।

৬ দিন আগে কারাবো কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের বিপক্ষে পেনাল্টিতে হেরেছিল লেস্টার। এরপর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হাতে বিধ্বস্ত হয় তারা। তবে এবার রজার্সের দলই চলতি মৌসুমের লিগে অলরেডদের দ্বিতীয় হার উপহার দিল।

এই হারে তালিকার শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে লিভারপুলের পয়েন্ট পার্থক্য দাঁড়িয়েছে ৬। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্লপের দল। অন্যদিকে গত ৭ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জেতা লেস্টার উঠে এসেছে ৯ নম্বরে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ