18 C
আবহাওয়া
১০:৪৬ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » পি কে হালদারের ফ্ল্যাট-জমি ক্রোকের নির্দেশ আদালতের

পি কে হালদারের ফ্ল্যাট-জমি ক্রোকের নির্দেশ আদালতের

পিকে হালদারসহ পলাতকদের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

বিএনএ,ঢাকা: ৩ হাজার ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পলাতক পি কে হালদারের ২টি ফ্ল্যাট ও প্রায় ৬ একর জমি জব্দের নির্দেশ দিয়েছে বিচারিক আদালত।সুবিধাজনক সময়ে এসব সম্পদ জব্দ করতে দুনীতি দমন কমিশন(দুদক)কে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীরের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র জজ কে এম ইমরুল কায়েশ।

হাজার কোটি টাকা বিদেশী অর্থপাচারকারী পিকে হালদারের সম্পদ জব্দের এ আদেশ দুদকের বিজয় বলে সংবাদ মাধ্যমকে জানান দুদক আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

ক্রোক করা ফ্ল্যাট দুটির একটি হচ্ছে রাজধানীর সাতমসজিদ রোডের ১০/এ রোডের ৩৯ নম্বর বাড়ির ১২/ই ফ্ল্যাট। অন্যটি ধানমন্ডির ৬ নম্বর সড়কের ১১ কাঠার ওপর নির্মিত বাড়ির ৮ম তলার ২ হাজার ৬০৩ বর্গফুটের ফ্ল্যাট।সেইসঙ্গে আদালতের নির্দেশে পিকে হালদারের নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা প্রায় ৬ একর জমিও যে কোন মুহুর্তে জব্দ করা হবে।

গত বছর দুদক অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরু করলে পি কে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে।চলতি বছর ৮ জানুয়ারি প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।

পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিং থেকেই এক হাজার ৫শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।এছাড়া, তার বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় তিন হাজার ৫শ কোটি টাকা আত্মসাৎ করার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম গ্রেফতার ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান অব্যাহত অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ প্রতিবন্ধীদের ভাতার পরিবর্তে আর্থিক স্বাবলম্বী হবার সুযোগ দিতে হবে--- সমাজকল্যাণ উপদেষ্টা নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি ফারুক খানের ফেসবুকে স্ট্যাটাস, কারা অধিদপ্তরের ব্যাখ্যা এ্যাকশানে সিএমপি,আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার