বিএনএ,গোপালগঞ্জ:গোপালগঞ্জ সদর উপজেলায় একটি নকল কারখানার সন্ধান পেয়েছে জেলা প্রশাসন।মঙ্গলবার(২৯ ডিসেম্বর) জনি এ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেড নামের ওই কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।সে সময় ওই কারখানা সিলগালা করে দেয়া হয়। সেইসঙ্গে কারাখানার পাঁচ কর্মচারীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।সাজাপ্রাপ্তরা হলেন, মো: ইমরান, মো: ফয়সাল শেখ, বাদল মোল্লা, মো: জিনারুল শেখ এবং শরিফ মুন্সী।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্রোরট শেখ সালাউদ্দিন দীপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদরের গোলাবাড়িয়ায় এলাকার অভিযান চালানো হয়। সে সময় বাজার থেকে নিম্নমানের খোলা সয়াবিন তেল, সরিষার তেল, সাবান, ডিটারজেন্ট, লবন, আটা, সুজি, চিনি, চাপাতাসহ ৪৭টি পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করে আসছিল জনি এ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেড নামের এ কোম্পানি।
পরে কোম্পানিটি সিলগালা করে কোম্পানির ৫ জন কর্মচারিকে আটক করে ৩ মাস থেকে ১ বছর করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এ কোম্পানির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিএনএনিউজ/আরকেসি