Bnanews24.com
Home » এবার ভারতেও মিললো করোনার নতুন রূপ
এক নজরে করোনা ভাইরাস বিশ্ব সব খবর

এবার ভারতেও মিললো করোনার নতুন রূপ

বিএনএ, বিশ্ব ডেস্ক : করোনাভাইরাসের নতুন রূপটি যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশে। ভারত এতদিন এই নতুন স্ট্রেন থেকে মুক্ত ছিল, এবার ভারতেও মিললো করোনাভাইরাসের নতুন রূপ।ব্রিটেনফেরত ছয় ভারতীয়ের শরীরে ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত হয়েছে বলে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জানিয়েছে এনডিটিভি অনলাইন।

ব্রিটেন থেকে আসা ৬ ভারতীয়ের শরীরে করোনা ভাইরাসের নতুন রূপ (স্ট্রেন) শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ জন রয়েছেন মেডিক্যাল স্কুল অব বেঙ্গালুরুতে। ২ জন রয়েছেন সিসিএমবি হায়দরাবাদে ও ১ জন এনআইভি পুনেতে।

ভারতীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এদের প্রত্যেককে আলাদা ঘরে রাখা হয়েছে। বিশেষ নজরদারিতে রেখেছেন চিকিৎসকরা। পাশাপাশি, অন্য করোনা আক্রান্তদের সঙ্গে এদের কোনও রকম সংযোগ যাতে না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

এই নতুন স্ট্রেন নিয়ে বিস্তর চাপে রয়েছে ইউরোপের দেশগুলো। সেখানে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে করোনা সংক্রমণ এড়াতে। ভারতও ব্রিটেন থেকে আগত সব বিমান পরিষেবা বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যের করোনার নতুন রূপটি শনাক্ত হয়। গত বছর উহানে করোনার যে স্ট্রেনটি শনাক্ত হয়েছিল এটি তারচেয়েও ৭০ গুণ বেশি সংক্রামক। ইতোমধ্যে ১৪টি দেশে শনাক্ত হয়েছে নতুন স্ট্রেনটি।

বিএনএনিউজ/জেবি