21 C
আবহাওয়া
১০:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শেষ বিচারের দিনে আল্লাহ পাপ ঢাকবেন যে কারণে

শেষ বিচারের দিনে আল্লাহ পাপ ঢাকবেন যে কারণে


বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সানা খান এর স্বামী গুজরাটের মুফতি আনাস সাঈদ। সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের জবাবে তিনি লিখেন, কারও পাপ বা অপরাধ দেখলে নিজের চোখ ঢেকে ফেল, তার জন্য দোয়া কর, পৃথিবীর লোকের পাপ ঢাকা দাও। তাতে কেয়ামতের সময় আল্লাহ তোমাদের পাপ ঢেকে ফেলবেন। শেষে লিখেছেন, আমিন।

বলিউড অভিনেত্রী সানা খান শোবিজ ছেড়ে বিয়ে করলেন গুজরাটের মুফতি আনাস সাঈদকে। এ ঘটনা প্রশংসিত হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে। তবে কেউ কেউ কটু কথা বলতে ছাড় দিচ্ছে না এই দম্পতিকে। তারা ট্রল করছেন সানা ও আনাসকে।

বলিউড অভিনেত্রী সানা খান এর স্বামী গুজরাটের মুফতি আনাস সাঈদ

যা নিয়ে বিপদে আছেন আনাস সাঈদ। তাকে একদিক থেকে প্রশ্ন করা হচ্ছে তিনি একজন আলেম হয়েও অভিনেত্রী-মডেল বিয়ে করলেন কেন? অন্যদিক থেকে তার কাছে প্রশ্ন আসে কেন তিনি একজন অভিনেত্রীকে জোর করে শোবিজ ত্যাগ করিয়ে বিয়ে করলেন? এতে স্বভাবতই বিরক্ত আনাস।

সমালোচকদের জবাবে নিজের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আনাস সাঈদ উপরের মন্তব্য করেন।

প্রসঙ্গত: এক. মুসলিম শরিফে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করা হয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে বান্দা অন্য বান্দার দোষ-ত্রুটি এ পার্থিব জীবনে গোপন রাখবে, আল্লাহতায়ালা কিয়ামতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন।’ দুই. বুখারি ও মুসলিমের অন্য জায়গায় অন্য একটি হাদিস এসেছে। হাদিসটি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ‘আমার সব উম্মতের গুনাহ মাফ হবে। কিন্তু দোষ-ত্রুটি প্রকাশকারীর গুনাহ মাফ হবে না।

Loading


শিরোনাম বিএনএ