29 C
আবহাওয়া
৪:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীর মৃত্যু

রাঙামাটিতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীর মৃত্যু


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাস-অটোরিকশার সংঘর্ষে মে মারমা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরও ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটেছে।

সংঘর্ষে সিএনজি-অটোরিকশয়ার যাত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাই মে মারমা (৪০) নামে একজন নারী নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বান্দরবানগামী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে বাঙালহালিয়া ডাকবাংলো পাড়ায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায়, ঘটনাস্থলেই পাই মে মারমা নিহত হয়।
এছাড়া সিএনজিঅটোরিকশা চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পর্যটকবাহী বাসের চালক, হেলপারসহ গাড়িটি জব্দ করেছে পুলিশ।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, বাসটি জব্দ ও চালক হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ