21 C
আবহাওয়া
১২:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলীর ৫ ইউপি সচিব কে স্ট্যান্ড রিলিজ

কর্ণফুলীর ৫ ইউপি সচিব কে স্ট্যান্ড রিলিজ

কর্ণফুলী উপজেলা

বিএনএ, চট্টগ্রাম:  চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নের ইউপি প্রশাসনিক কর্মকর্তা (পূর্বতন পদ ইউপি সচিব) কে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন ইউনিয়নে স্ট্যাণ্ডরিলিজ করে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. নোমান হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পাঁচ সচিব কে বদলির এ আদেশ দেওয়া হয় বলে জানান উপ-পরিচালক।

অফিস আদেশে বলা হয়েছে, শিকলবাহা ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাইয়ুম কে হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়ন পরিষদে, চরলক্ষ্যার শাহাদাৎ হোসেন কে পটিয়ার আশিয়া ইউনিয়নে, চরপাথরঘাটার দীপক কুমার পালকে পটিয়ার জিরি ইউনিয়নে, বড়উঠানের ওমর ফারুককে সন্দীপের গাছুয়া ইউনিয়নে ও জুলধার সমীর কান্তি বল কে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদে বদলি করা হয়।

একই সাথে পটিয়ার জিরি ইউনিয়ন পরিষদের সচিব আবদুল মালেক কে চরপাথরঘাটা, বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের সচিব পংকজ দত্ত কে বড়উঠানে, পটিয়ার আশিয়া ইউনিয়নের জাহাঙ্গীর আলমকে জুলধা ইউনিয়নে, লোহাগড়া ইউনিয়ন পরিষদের উকিল আহম্মদকে শিকলবাহা ইউনিয়নে,রাউজানের সাহেরখালী ইউনিয়নের মনোয়ারা বেগমকে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ