17 C
আবহাওয়া
৯:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » শহিদ আইনজীবী আলিফের বাড়িতে দুই উপদেষ্টা

শহিদ আইনজীবী আলিফের বাড়িতে দুই উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়

লোহাগড়া (চট্টগ্রাম) : সম্প্রতি ইসকনের সশস্ত্র কর্মীদের হাতে নিহত শহিদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়িতে গেলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শুক্রবার(২৯ নভেম্বর)চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পানত্রিশা গ্রামে উপদেষ্টাদ্বয় শহিদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া, তাঁরা এ পরিবারকে সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ হতে
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন,আস-সুন্নাহ ফাউন্ডেশন ও  আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ হতে সহায়তা


পরে ধর্ম উপদেষ্টা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ভরনপোষণ, চিকিৎসা ও পড়ালেখার জন্য শহিদ সাইফুলের পিতার হাতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ হতে এক কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির অংশ হিসেবে নগদ এক লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে ৫ লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো এক লাখ টাকা তুলে দেন।

শহিদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের তত্বাবধানে কোটি টাকার ফান্ড গড়ে তোলা হবে। এ ফান্ড সংগ্রহের দায়িত্ব নিয়েছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

শহিদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ তথ্য জানান। এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন।


ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাঁকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ জঘন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দপূর্ণ একটি রাষ্ট্র। এ সাম্প্রদায়িক সৌহার্দ বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনোভাবেই এ চক্রান্তের ফাঁদে পা দেয়া যাবে না এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেয়া যাবে না। তিনি দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।


ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খালিদ বলেন, এ বিষয়টি আদালতের বিচারাধীন। তাই এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।


হত্যাকারীদের আইনের আওতায় আনতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, সন্দেহজনক অনেককে ইতোমধ্যে ধরা হয়েছে। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার হবে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে। তিনি সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ জানান। এ বিষয়কে কেন্দ্র করে উসকানিমূলক কোনো ঘটনা যেন না ঘটে এবং দেশে-বিদেশে আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সে দিকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।


দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে ডা. বিধান রঞ্জন রায় বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ