26 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - মে ২০, ২০২৪
Bnanews24.com
Home » বিপুল সংখ্যক গাড়িবহর নিয়ে মিরসরাইয়ে রুহেল

বিপুল সংখ্যক গাড়িবহর নিয়ে মিরসরাইয়ে রুহেল

বিপুল সংখ্যক গাড়িবহর নিয়ে মিরসরাইয়ে রুহেল

বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পুত্র মাহবুবুর রহমান রুহেল। দলীয় মনোনয়ন প্রাপ্তির পর বুধবার (২৯ নভেম্বর) বিকালে বিপুল সংখ্যক গাড়ি বহর নিয়ে মিরসরাইয়ে প্রবেশ করেছেন তিনি। বহরে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল ও শতাধিক কার মাইক্রো অংশগ্রহণ করে।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, দলীয় মনোনয়ন আনুষ্ঠানিক ঘোষণার পর এমপি পুত্র মাহবুবুর রহমান রুহেল মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। দলীয় নির্দেশনা অনুযায়ী কয়েকশত নেতাকর্মী বিমান বন্দরে অভ্যার্থনা জানাতে উপস্থিত হন। বিমান বন্দরের ভিআইপি আউট পাস দিয়ে মাহবুবুর রহমান রুহেল বের হওয়ার সাথে সাথে ফুলের তৈরি নৌকা দিয়ে বরণ করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাকে বরণ করে মোটর শোভাযাত্রাযোগে চট্টগ্রামের জিইসি মোড়ে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান পেনিনসুলা হোটেলে পৌঁছে দেন তারা।

এরপর আজ বিকালে ৫ শতাধিক মোটরসাইকেল, কয়েকশতাধিক প্রাইভেটকার, প্রভোক্স, মাইক্রোযোগে প্রায় ২ হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানাতে বড় দারোগারহাট অবস্থান করে। বিকাল ৪ টায় মাহবুবুর রহমান রুহেল চট্টগ্রাম থেকে বড় দারোগারহাটে পৌঁছলে নেতাকর্মীরা উষ্ণ স্লোগানে তাকে নিয়ে রওনা হয় মিরসরাইয়ের শান্তিরহাট নিজ বাড়ির পথে। দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার মোটর শোভাযাত্রা করে গাড়ির বহর নিয়ে সন্ধ্যায় শান্তিরহাট নিজ বাড়িতে পৌছান মাহবুবুর রহমান রুহেল। এসময় শত শত দলীয় নেতাকর্মীরা তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা জানান, মোটরসাইকেল শোভাযাত্রায় সহস্রাধিক যুবলীগ নেতাকর্মী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২ টায় নেতাকর্মীদের নিয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে মনোনয়ন ফরম দাখিল করবেন মাহবুবুর রহমান রুহেল।

বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ