বিএনএ ডেস্ক : ভরা এজলাস। মামলার শুনানি চলছে। হঠাৎ কাঠগড়া থেকে নেমে এক দৌড়ে বিচারকের সামনে গিয়ে উপস্থিত মামলার আসামি। বিচারক কিছু বোঝার আগেই তাঁর গলা টিপে ধরে পকেট থেকে বার করলেন ছুরি।
সোমবার(২৮ নভেম্বর) এমনই ঘটনা ঘটল ভারতের ওড়িশার বেরহমপুরের একটি আদালতে।
বেরহমপুরের এসপি বিবেক সারাভনা বলেন, ‘‘সোমবার আদালতে শুনানি চলছিল। অভিযুক্ত হঠাৎ বিচারক প্রজ্ঞাপারমিতা প্রতিহারির গলায় ছুরি চেপে ধরেন। প্রায় ১০ সেকেন্ড মতো ওই ভাবে বিচারকের গলায় ছুরি ধরে রাখেন উনি।’’
বিচারক কোনও রকমে নিজেকে মুক্ত করেন অভিযুক্তের হাত থেকে। তিনি আসন থেকে লাফিয়ে নীচে পড়ে যান। দৌড়ে যান আইনজীবী এবং আদালতকর্মীরা। ছুটে যান নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে ওই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে অভিযুক্তের মানসিক সমস্যা রয়েছে। এ জন্য তাঁর চিকিৎসাও হচ্ছে। পাশাপাশি খুনের চেষ্টার অভিযোগে আরও একটি মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।
বিএনএ/ ওজি
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা