16 C
আবহাওয়া
১০:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » অল্প আয়ের মানুষ কষ্টে আছে: ওবায়দুল কাদের

অল্প আয়ের মানুষ কষ্টে আছে: ওবায়দুল কাদের

বিএনপি মানুষের জন্য রাজনীতি করে না

বিএনএ ডেস্ক: আজকে দেশে কষ্টে আছে অল্প আয়ের মানুষ। এই অবস্থা যুদ্ধ ও নিষেধাজ্ঞার জন্য। আমরা বৈশ্বিক পরিস্থিতির শিকার। মূল্য দিতে হচ্ছে আমাদের। শেখ হাসিনা করোনার মতো সামলাচ্ছেন এই পরিস্থিতি। আশা করি, এই দুঃসময় কেটে যাবে। তবে সময় লাগবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে নোয়াখালীতে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। এ সময় সাধারণ জনগণকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।

আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ষড়যন্ত্র করবে, আমরা কাজ করে জবাব দেবো। আমরা মানুষের পাশে থাকবো।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কবিরহাটে আমি বলেছিলাম নোয়াখালীতে বিভেদ দেখতে চাই না। আওয়ামী লীগকে আরও ঐক্যবদ্ধ, সংগঠিত ও সুশৃঙ্খল করতে হবে। নোয়াখালী আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দুর্গ ছিল, এখন শেখ হাসিনার শক্তিশালী দুর্গে পরিণত করতে হবে।

এ সময় নোয়াখালী জেলার উন্নয়নে আওয়ামী লীগের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন ওবায়দুল কাদের।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম