বিএনএ, কুবি : মেতে উঠেছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। জমকালো এই আসরকে ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা। তারই ধারাবাহিকতায় উন্মাদনা ছড়িয়ে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন হলের ব্রাজিল সমর্থক শিক্ষার্থীদের মধ্যেও।
ব্রাজিলের জয়ে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা আনন্দ মিছিল বের করেছে ক্যাম্পাসের বিভিন্ন অলি-গলিতে।
সোমবার (২৮ নভেম্বর) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আনন্দ মিছিল বের করেন তারা। বিভিন্ন স্লোগানে মাতিয়ে তোলেন ক্যাম্পাস।
ব্রাজিলের জয়ে উল্লাসিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী’র সভাপতি রাশেদ ইবনে নুর জানান, ফুটবল যদি হয় শিল্প, আর সে শিল্পের স্বর্গরাজ্য ব্রাজিল। সুইজারল্যান্ডের সাথে ব্রাজিলের জয় প্রত্যাশিত। আমরা হেক্সা জয়ের লক্ষ্য নিয়ে কাতারে এসেছি। ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করতে নেইমার, রাফিনিহা, রদ্রিগো রিচার্লিসনরা সহায়তা করবে। ১৮ ডি. ফাইনাল জয়ের মাধ্য দিয়েে আমরা আমাদের কাঙ্খিত স্বপ্ন পূরণ করবো সেই আশা আমার মতো প্রত্যেক ব্রাজিল ফ্যানের।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ব্রাজিল সমর্থকদের নিয়ে
স্ব স্ব হলে ‘ব্রাজিল সমর্থক গোষ্ঠী’ নামে কমিটি গঠন করা হয়।
বিএনএনিউজ/হাবিবুর রহমান / এইচ.এম।