26 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিল বাংলাদেশ

পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিল বাংলাদেশ

বিএনএ,ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় ইনিংসে  ১৫৭ রানেই অলআউট বাংলাদেশ।  এতেই পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য ছুঁড়ে দিল স্বাগতিকরা। ব্যাট হাতে লিটন দাসের ৫৯ ছাড়া অর্ধশতক স্পর্শ করতে পারেনি কেউই। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৫ উইকেট নেন ।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে পাকিস্তান যে পথ দেখিয়েছিল চতুর্থ দিনে এসে সে পথেই হাঁটল বাংলাদেশ। বিদায় নিলেন মুশফিক, দিনের প্রথম ওভারেই হারাল উইকেট। এরপর ইয়াসিরের কনকাশন, মিরাজের বিদায়ে চাপে পড়া বাংলাদেশের এক প্রান্ত আগলে রাখলেন লিটন দাস।

দুঃসময়ে দলের হাল ধরেছিলেন লিটন। সকালবেলার চাপ সামাল দিয়ে টেস্ট ক্যারিয়ারের ১০ম ফিফটির দেখাও পান এই উইকেটরক্ষক-ব্যাটার। সাদা পোশাকের ক্রিকেটে দারুণ ছন্দে থাকা লিটন চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে করেন সেঞ্চুরি।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

১ম ইনিংস

বাংলাদেশ: ৩৩০/১০; (সাইফ হাসান ১৪, সাদমান ইসলাম ১৪, মুমিনুল ৬, শান্ত ১৪, লিটন ১১৪, ইয়াসির ৪, মুশফিক ৯১, তাইজুল ১১, রাহী ৮, এবাদত ০ এবং মিরাজ ৩৮*); (আফ্রিদি ২৭-৮-৭০-২, হাসান আলী ২০.৪-৫-৫১-৫, ফাহিফ-১৪-২-৫৪-২, সাজিদ-২৭-৫-৭৯-১, নুমান-২৬-৬-৬২-০)।

পাকিস্তান: ২৮৬/১০; (আবিদ আলী ১৩৩, আব্দুল্লাহ শফিক ৫২, আজহার আলী ০, বাবর আজম ১০, ফাওয়াদ আলম ৮, মোহাম্মদ রিজওয়ান ৫, ফাহিম আশরাফ ৩৮, হাসান আলী ১২, সাজিদ খান ৫, নুমান আলী ৮, আফ্রিদি ১৩*); (রাহী ১২-০-৪১-০, এবাদত-২৬-৭-৪৭-২, তাইজুল ৪৪.৪-৯-১১৬-৭, মিরাজ ৩০-৭-৬৮-১ মুমিনুল ৩-০-১২-০)।

২য় ইনিংস

বাংলাদেশ: ১৫৭/১০; (সাদমান ১, সাইফ ১৮, শান্ত ০, মুমিনুল ০, মুশফিক ১৬, ইয়াসির ৩৬, লিটন ৫৯, মিরাজ ১১, সোহান ১৫, তাইজুল ০, রাহী ০, এবাদত ০*); (শাহিন আফ্রিদি ১৫-৮-৩২-৫, হাসান আলী ১১-০-৫২-২, ফাহিম ৮-৩-১৬-০, নুমান ৯-৩-২৩-০, সাজিদ ১৩.২-১-৩৩-৩)।

পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য ২০২ রানের।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ