28 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ


বিএনএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে কলেজ গুলোর শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা বারটার পর থেকে শিক্ষার্থীদের অবস্থানের কারণে আশপাশের সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, তাদের সাত কলেজের বিভিন্ন সংকট ছিল। যেমন ক্লাসরুম সংকট, পড়াশোনার মান ইত্যাদি। সেসব সংকট দূর করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এতে সংকট না কমে বরং আরো বেড়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা ভেবেছিল, বর্তমান সরকার  সংকট দূর করবে। একারণে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানানো হয়েছে। কিন্তু সরকার এই বিষয়ে কোনো কমিশন গঠন না করে একটি কমিটি করেছে। যার কারণে আবার রাস্তায় নামতে হয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের সমস্যার চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা। এরপর একই দাবি জানিয়ে ২৫ সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ২৯ সেপ্টেম্বর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই স্মারকলিপি কলেজগুলোর অধ্যক্ষদেরও দেওয়া হয়৷

বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ