21 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬

বিএনএ, মিরসরাই : বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির সক্রিয় নেতাকর্মীরা এখনো ঢাকায়। কিন্তু সমাবেশ পরবর্তী বিএনপি জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দলটির ১৭ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃত সবাইকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই থানায় গ্রেপ্তারকৃতরা হলেন, মঘাদিয়া ইউনিয়নের উত্তর কচুয়া এলাকার রেজাউল করিম (৪২), তালবাড়িয়া এলাকার মো. ইউনুছ (৩১), পশ্চিম মলিয়াইশ এলাকার ওসানুল হাসান (৩০) ও একই এলাকার নাজমুল হোসেন (২৫)। এছাড়া জোরারগঞ্জ থানায় আটককৃতরা হলেন মিঠানালা এলাকার মোহাম্মদ রফিক উদ্দিন (৫৫), ধুম ইউনিয়নের মো. মামুন (২৫), ওসমানপুর ইউনিয়নের কামাল উদ্দিন (৫০), মোহাম্মদ জাফর (৫০), নজরুল ইসলাম নাঈম (২৫), জোরারগঞ্জ ইউনিয়নের সাকিল হোসেন সাকিব (২৫), ফারুক হোসেন (৩৫), মো. তারেক হোসেন (৩২), দুর্গাপুর ইউনিয়নের মোহাম্মদ নিজাম উদ্দিন (৫০)। বাকিদের নাম পাওয়া যায়নি।

উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন অভিযোগ করে‌ বলেন‌, যাদের আটক করা হয়েছে তারা দলের কোন প্রকার পদপদবি কিংবা দায় দায়িত্বে নেই। আটককৃতদের পুরনো মিথ্যা মামলার আসামি দেখিয়ে আদালতে চালান করা হচ্ছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, শনিবার রাত থেকে থানার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে বিএনপি ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং নাশকতা মামলার আসামী। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। তাঁরা বিভিন্ন মামলার আসামি। রোববার তাদের আদালতে প্রেরণ করেছি। যে কোন ধরনের নাশকতা মূলক কর্মকান্ড এড়াতে পুলিশের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন মিরসরাই/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ