বিএনএ, নেত্রকোণা : কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৯ অক্টোবর) নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং-ডে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। অস্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা। সকালে সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী ও পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী লিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসপি ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় হাবিবা রহমান খান শেফালী, এমপি প্রধান অতিথি ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, কমিউনিটি লিডার নির্মল কুমার দাস, এডভোকেট সিতাংশু কুমার আচার্য্য, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, মহিলা পরিষদের নেত্রী তাহেজা বেগম, সৈয়দা বিউটি, লক্ষিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল হক তুহিন, নেত্রকোণা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সায়েদুর রহমান এবং কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তাগণ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কমিউনিটি পুলিশং কার্যক্রমকে আরো বেগবান করার আহবান জানান।
বিএনএ/ফেরদৌস আহমাদ বাবুল,ওজি