29 C
আবহাওয়া
১০:৪৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চবি’র বি ইউনিটের ফল প্রকাশ

চবি’র বি ইউনিটের ফল প্রকাশ


বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) বি ইউনিটের ফলাফল দেয়া হয়। প্রকাশিত ফলাফলে পাস করেছেন ৮ হাজার ৫শ ৩৭ জন। পাসের হার ২৮ দশমিক ৯১ শতাংশ।

বি ইউনিটে পরীক্ষায় ফেল করেছেন ২১ হাজার ৮৪ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ৭১ দশমিক ১৯ শতাংশ। সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৬.৫। জিপিএসহ সর্বোচ্চ নম্বর পেয়েছে ১০৬.৫।

গত বুধ ও বৃহস্পতিবার (২৭, ২৮ অক্টোবর) দুইদিনে তিন শিফটে  বি ইউনিটের পরীক্ষা নেয়া হয়। পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৫শ ২৫ জন। বি ইউনিটভূক্ত কলা অনুষদের ১২টি বিভাগে আসন রয়েছে ১ হাজার ২শ ২১টি। এদিকে, শুক্রবার অনুষ্ঠিত সি ইউনিটের পরীক্ষায় ২৭ শতাংশ শিক্ষার্থীই অনুপস্থিত ছিল।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ