16 C
আবহাওয়া
১০:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » অস্ত্রধারী ফারুক গ্রেফতার

অস্ত্রধারী ফারুক গ্রেফতার

অস্ত্রধারী ফারুক গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : ফেনীতে মো. ফারুক (৩৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সোনাগাজী থানাধীন ওলামা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ টি ওয়ানশুটারগান, ২ টি পাইপগান এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার মো. ফারুক (৩৫) ফেনীর সোনাগাজী থানার দক্ষিন চর এলাকার আবুল কাশেমের ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, আজ বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী ফারুককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি ওয়ানশুটারগান, ২ টি পাইপগান, এবং ১১ রাউন্ড গুলি। গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তার বিরুদ্ধে সোনাগাজী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ