16 C
আবহাওয়া
৫:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশকে ১৪৩ রানের টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে ১৪৩ রানের টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ১৪৩ রানের টার্গেট দিল ওয়েস্টি ইন্ডিজ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) আরব আমিরাতের শারজায় টসজয়ী বাংলাদেশ প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়।

মন্থর উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন নিকোলাস। ২২ বলে এ রান করার পথে ৪টি ছয় ও একটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া রোস্টন চেজ ৩৯ রানের ইনিংস খেলেন ৪৬ বলে।

বাংলাদেশের পক্ষে মেহেদী, মুস্তাফিজ ও শরিফুল দুইটি করে উইকেট নেন।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

এভিন লুইস, ক্রিস গেইল, রোসটন চেজ, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ