বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে বোলিং করার সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ । শুক্রবার(২৯ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
দুই দলের কাছে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হারে দক্ষিণ আফ্যিকার কাছে।অন্যদিকে বাংলাদেশ প্রথম খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল টাইগাররা।
বাংলাদেশ দলে নুরুল ও নাসুমের জায়গায় খেলবেন তাসকিন ও সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ দলেও দুই পরিবর্তন লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালসের জায়গায় খেলবেন জাসন হোল্ডার ও রোস্টন চেজ।এই ম্যাচ দিয়ে অভিষেক হবে টি-টোয়েন্টিতে রোস্টন চেজের।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড (অধিনায়ক), এভিন লুইস, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন, রবি রামপল, জেসন হোল্ডার,রোস্টন চেজ।
বাংলাদেশ স্কোয়াড:
মাহমুদউল্লাহ (অধিনায়ক),লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, সৌম্য সরকার।
বিএনএ/এমএম