17 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানে ঈদে মিলাদুন্নবী ( সা.) ও মাইজভান্ডারি সম্মেলন অনুষ্ঠিত

রাউজানে ঈদে মিলাদুন্নবী ( সা.) ও মাইজভান্ডারি সম্মেলন অনুষ্ঠিত

ঈদে মিরাদুন্নবী রাউজান

বিএনএ রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলায় চিকদাইর ইউনিয়নে দুই দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও  শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.)’র চন্দ্রবার্ষিকী শরীফ উদযাপিত হয়েছে। গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-২ ও করম আলী হাজীর বাড়ির যৌথ উদ্যোগে এই  কর্মসূচীর পালিত হয়।

গত ২৭ অক্টোবর বুধবার প্রথমদিনে বর্ণাঢ্য র‌্যালি,খতমে বোখারী শরীফ,তাওয়াল্লাদে গাউছিয়া ও জিকিরে ছেমা মাহফিল এবং বৃহস্পতিবার ২য় দিনের কর্মসূচীতে খতমে কোরআন,খতমে গাউছিয়া ও আজিমুশশান মাইজভান্ডারি সম্মেলন অনুষ্টিত হয়েছে।

চিকদাইর আব্দুল আলী জামে মসজিদের খতিব আল্লামা নুরুচ্ছাফা’র সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবু তাহের। প্রধান বক্তা ছিলেন বায়েজিদ কুলগাঁও আহছানুল উলুম গাউছিয়া কামিল এম. এ মাদ্রাসার মুহাদ্দিস  আল্লামা ইদ্রিস আনসারী, বিশেষ বক্তা ছিলেন বায়েজিদ আহমদিয়া রহমানিয়া হাসেমিয়া আলতাফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি ইলিয়াছ হোসাইনী, সীতাকুণ্ড মাদামবিবির হাট বাইতুন নুর শাহী জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ বোরহান উদ্দীন তালুকদার।

রাউজান প্রেসক্লাবের সদস্য ও সংগঠনের সাবেক দফতর সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ ও প্রচার সম্পাদক কোরবান আলী মিনকু’র যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলমগীর আলম,মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, রাউজান প্রেসক্লাব সভাপতি শফিউল আলম, ইউপি সদস্য জানে আলম, সাদিকুজ্জামান শফি, সংগঠনের সভাপতি রোকন উদ্দিন ফারুকী,সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন মানিক। আরও উপস্থিত ছিলেন মাইজভারি গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক আনিসউল খাঁন বাবর,ফটিকছড়ি সমন্বয়ক আখতারুজ্জামান বাবর, মওলানা ফরিদুল আলম, তছলিম উদ্দিন, হাফেজ দৌলত,ছালে জঙ্গীর, আবুল হোসেন কালু, জাঙ্গীর হোসেন টিটু, জাহাঈীর আলম, মঈনুদ্দিন মানিক, আলমগীর হোসেন খালেক, আলী আজগর, উসমান,মিনহাজ, রাকিব হোসেন, মোঃ রাহাত, সাকিব, মোফাচ্ছেল, রমজান, খোরশেদ, সাহেদ, জালাল, ইয়াকুব, রিফন, রহমান, রাসেল, নিশাত, রবিউল, জিল্লুর রহমান, শওকত, নয়ন, ইমন, ফোরখানসহ অনেকেই। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও তাবরুক বিতরন করা হয় ।

বিএনএনিউজ/শফিউল আলম,এসজিএন,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ