29 C
আবহাওয়া
১২:০৫ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৪
Bnanews24.com
Home » গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু নোয়াখালীতে

গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু নোয়াখালীতে

গণপিটুনিতে আব্দুস সহিদ (৪৩) নামে এক যুবলীগ নেতা

নোয়াখালী প্রতি‌নি‌ধিঃ  সদর উপজেলায় গণপিটুনিতে আব্দুস সহিদ (৪৩) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ সময় গণপিটুনির শিকার আরও ৩ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

জানাগে‌ছে, নিহত আবদুস সহিদ পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও মমিন উল্যাহ মুন্সির ছেলে। অপর আহতরা হলেন- মো. জামাল হোসেন (৪২) মো. জাবেদ (২৮) ও মো. রিয়াদ হোসেন (৩৬)।

স্থানীয় সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ছাত্র-জনতার নামে কিছু লোক ইসমাইল মুহুরী বাড়ি ঘেরাও করে। এ সময় তারা ১টি পাইপগানসহ আব্দুস সহিদ, মো. জামাল হোসেন, মো. জাবেদ ও মো. রিয়াদ হোসেন নামে ৪ যুবককে আটক করে। পরে তাদেরকে গণপিটুনি দেয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এর মধ্যে সহিদ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস‌্যরা।

এস‌জিএন

 

 

Loading


শিরোনাম বিএনএ