20 C
আবহাওয়া
৫:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, কিশোর নিহত

মিরসরাইয়ে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, কিশোর নিহত


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে ১ কিশোর নিহত হয়েছে। এ  ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন।নিহত কিশোরের নাম জাহেদ হোসেন রুমন (১৬)। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আজমপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কিশোর মৃত নুর জামানের ছেলে এবং আজমপুর বাজার এলাকায় একটি পানি বিক্রির দোকানের কর্মচারী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৫ অক্টোবর বিএনপি কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করবে। এ উপলক্ষে মিরসরাইয়ে পথসভার আয়োজন করে দলটি। এই পথসভার প্রস্তুতি উপলক্ষ্যে জোরারগঞ্জ আজমপুর বাজার এলাকায় বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ওই দলটির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন।

জোরারগঞ্জ থানার ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম জানান, বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা স্থানীয় আজমপুর বাজারে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হন। এদের মধ্যে রুমন নামে এক ছাত্রলীগ কর্মীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ