20 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » “আদর্শ পরিবার ছাড়া সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়”

“আদর্শ পরিবার ছাড়া সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়”


বিএনএ, চট্টগ্রাম :’‘আদর্শ পরিবার ছাড়া সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।পরিবারের সুফল অনেক।  মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, শিক্ষাদানের শুরু পরিবার থেকে। পরিবারের সবচেয়ে বড় দায়িত্ব শিশুকে সামাজিক করে গড়ে তোলা এবং ইসলামী তাহযীব-তামাদ্দুন শিক্ষা দেওয়া। পরিবারের ধারা ও রীতিনীতির উপর ভিত্তি করে শিশুর মনোজগত তৈরী হয় এবং  তার দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। ’’

শুক্রবার( ২৯ সেপ্টেম্বর ) চুনতীর ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.)মাহফিলের  ৩য় দিবসের আলোচনায় সভা বক্তারা এ কথা বলেন।

দুই অধিবেশনে সাতকানিয়া দক্ষিণ চরতী মজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা কাজী মুজহের মজিদী ও সাতকানিয়া বাজালিয়া হেদায়তুল ইসলাম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নুরুল আলম সভাপতিত্ব করেন।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ.এস.এম. বজলুর রশিদ মিন্টু, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ।

আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা এনামুল হক মুজাদ্দেদী,পটিয়া জিরি আল জামিয়াতুল ইসলামিয়ার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা হোছাইন আল মাহমুদ, কক্সবাজার খুরুশকুল তাফহীমুল কুরআন আলিম মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক মাওলানা বদরুদ্দিন সাদী, শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড শরীয়াহ বোর্ড মুরকিব মাওলানা মুহাম্মদ মাহের শামস, দক্ষিণ নালাপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আরমান বিন আমিন, রোজঘাটা হোছাইনিয়া আজিজুল উলুম মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা হাবিবুল ওয়াহেদ ।

কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ ইব্রাহীম, ওবাইদুল্লাহ আল মিহরাব, হাফেজ আবু বকর ছিদ্দিক আরমান, মুহাম্মদ মসউদ রায়হান। না’আতে রসুল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ তাওসীফ, মুহাম্মদ রিদওয়ানুল হক, সাবিত হোছাইন, তামজীদ আহমদ, মোস্তফা শাহরিয়ার তারেক, ওয়াসেত আদনান সামি, আবদুল্লাহ আল জাওয়াহীরি।

চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, এম. মাহাবুবুল হক, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক,মাওলানা অলিউদ্দিন,কাজী আরিফুল ইসলাম,শাহাজাদা মাওলানা মোহাম্মদ আনোয়ারুল্লাহ সুজাত প্রমুখ।

বিএনএনিউজ২৪ডটকম

Loading


শিরোনাম বিএনএ