24 C
আবহাওয়া
২:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫২

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫২

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫২

বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানে একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও  ৫০ জন।শুক্রবার(২৯ সেপ্টেম্বর) বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ ঘটনা ঘটে।

এ সময় সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে মিছিলের জন্য লোকজন সমবেত হচ্ছিল।শহিদ নবাব ঘোস বখস রইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: সৈয়দ মিরওয়ানি নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

মাস্তুং অ্যাসিস্টেন্ট কমিশনার (এসি) আত্তাহুল মুনিম জানিয়েছিলেন, আলফালাহ রোডে অবস্থিত মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবির মিছিল করতে লোকজন সমবেত হতে থাকলে এ বোমা হামলা চালানো হয়।

এসি আরো জানিয়েছেন, মিছিলের পাশে অবস্থানরত ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) নওয়াজ গিশকোরর গাড়ির পাশে বোমাটি বিস্ফোরিত হয়।

এটি ছিল একটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’ বলে  করছে পুলিশ ধারণা

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ