21 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন

বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় ছোট ভাই খুনি শফিকুলকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের পাতাল আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৭)।

বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে আসছেন। আজ সন্ধ্যার দিকে ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই শফিকুল তার নিজ ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতরভাবে জখম হন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে রক্তক্ষরণ হয়ে রাস্তায় মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আপন বড় ভাই শফিকুল ইসলামের কাছে পাওনা টাকা চায় ছোট ভাই সাদিকুল। টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ভাই আপন ছোট ভাইকে হাঁসুয়া দিয়ে পেটে আঘাত করলে রক্তক্ষরণে সে হাসপাতালে মারা যায়। এ ঘটনায় বড় ভাই শফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ মোঃ মমিনুল ইসলাম বাবু/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ