18 C
আবহাওয়া
১:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ৬ রানের জয়ে সিরিজে এগিয়ে পাকিস্তান

৬ রানের জয়ে সিরিজে এগিয়ে পাকিস্তান

সিরিজে এগিয়ে পাকিস্তান

বিএনএ ডেস্ক: ইংল্যান্ডের সাথে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে ৬ রানে জিতে এগিয়ে গেল পাকিস্তান।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৯ ওভারে ১৪৫ রান করে অলআউট হয় পাকিস্তান। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।

এর আগে টস হেরে পাকিস্তানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ওপেনিং জুটিতে ১৭ বলে আসে ১৭ রান। ১২ বলে ৯ রান করে ফিরে যান বাবর। রিজওয়ানের সাথে ২৪ বলে ৩০ রানের সবচেয়ে বড় জুটি গড়েন ইফতেখার আহমেদ। পাকিস্তানের পক্ষে বড় স্কোর বলতে ইফতেখার আহমেদ ১৪ বলে ১৫ ও ৭ বলে ১০ রান করেন আমের জামাল। এছাড়া পাকিস্তানের আর কোন ব্যাটার দুই অংকের ঘরে পৌঁছাতে পারেন নি।

ইংল্যান্ডের হয়ে মার্ক উড ৩টি, ডেভিড উইলি ও শ্যাম কুরান ২টি করে এবং ১টি উইকেট শিকার করেন ক্রিস ওকস।

৩৭ বলে ৫১ রানের ইনিংস গড়েন মঈন আলী
৩৭ বলে ৫১ রানের ইনিংস গড়েন মঈন আলী

পাকিস্তানের দেয়া ১৪৬ রানের সহজ টার্গেটে খেলতে নেমে শুরুতেই ছন্দ হারায় ইংল্যান্ড। ৩ রানের মাথায় ফিরে যান ভরসার জায়গা অ্যালেক্স হেলস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ডেভিড মিলানের ৩৫ বলে ৩৬ ও মঈন আলীর ৩৭ বলে ৫১ রানের ইনিংস ছাড়া ইংল্যান্ডের আর কোন ব্যাটার তেমন সুবিধা করতে পারেন নি।

শেষ দিকে মঈন আলী ও ক্রিস ওকস-এর ২৮ বলে ৪৬ রানের জুটি ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাতে থাকে। শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ১৫ রান। তবে আমের জামালের নিয়ন্ত্রিত বোলিংয়ে ছন্দে থাকা মঈন আলী মাত্র ৮ রান তুলতে সক্ষম হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রানে থাকে ইংল্যান্ড।

৪৬ বলে ৬৩ রান করে প্লেয়ার অব দ্যা ম্যাচ মোহাম্মদ রিজওয়ান

ইংল্যান্ড-পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ

২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) প্রথম টি টোয়েন্টিতে ৪ বল হাতে রেখেই পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে পাকিস্তান। ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৬০ রান তোলে ইংল্যান্ড।

২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) করাচিতে দ্বিতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। ইংল্যান্ডের দেয়া ১৯৯ রান ১০ উইকেট হাতে রেখেই তুলে নেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

২৩ সেপ্টেম্বর (শুক্রবার ) তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৬৩ রানে হারায় ইংল্যান্ড। আগে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ২২১ রানে তোলে ইংল্যান্ড। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে পাকিস্তান।

২৫ সেপ্টেম্বর (রোববার) চতুর্থ টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩ রানে জয়লাভ করে পাকিস্তান। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে পাকিস্তান।

ইংল্যান্ড-পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের সূচী

প্রথম টি টোয়েন্টি: ২০ সেপ্টেম্বর, করাচি (জয়: ইংল্যান্ড)

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২২ সেপ্টেম্বর, করাচি (জয়: পাকিস্তান)

তৃতীয় টি-টোয়েন্টি: ২৩ সেপ্টেম্বর, করাচি (জয়: ইংল্যান্ড)

চতুর্থ টি-টোয়েন্টি: ২৫ সেপ্টেম্বর, করাচি (জয়: পাকিস্তান)

পঞ্চম টি-টোয়েন্টি: ২৮ সেপ্টেম্বর, লাহোর (জয়: পাকিস্তান)

ষষ্ঠ টি-টোয়েন্টি: ৩০ সেপ্টেম্বর, লাহোর

সপ্তম টি-টোয়েন্টি: ২ অক্টোবর, লাহোর

পাকিস্তান ও ইংল্যান্ডের ৭ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচ আগামী ৩০ সেপ্টেম্বর লাহোরে অনুষ্ঠিত হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ