30 C
আবহাওয়া
৭:১৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট

১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট

১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট

বিএনএ ঢাকা: আগামি ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ করা হবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) এই তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ।

ইসি সচিব জানান, দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কাজ চলছে। আগামি সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে। ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এরআগে প্রথম ধাপে এরই মধ্যে ৩৬৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণের পর বুধবার কমিশনের ৮৬তম বৈঠকে ভোটের এ সিদ্ধান্ত নেয় ইসি। এতে সভাপতিত্ব করেন সিইসি কে এম নুরুল হুদা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ