16 C
আবহাওয়া
৮:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

বিএনএ, চট্টগ্রাম: গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামের চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে।

মামলার আসামি তালিকায় আছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সিএমপি কমিশনার মো. ইকবাল বাহারসহ ২৫ জন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৩৫০ থেকে ৪০০ জনকে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নগরীর উত্তর হালিশহরের মো. মামুন আলী প্রকাশ কিং আলী (৪৭) নামের এক ব্যক্তি। তিনি একজন ব্যবসায়ি বলে উল্লেখ করেন।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- চট্টগ্রামের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, এরশাদুল আমিন, ডিবির সাবেক এডিসি এসএম তানভীর আরাফাত, হালিশহরের সাবেক ওসি প্রণব চৌধুরী, এসআই জামাল উদ্দিন চৌধুরী, এসআই মাহাবুব মোরশেদ, এসআই হিমেল রায়, এসআই রেজাউল হোসাইন, এসআই জমির উদ্দিন, এসআই মোর্শেদ আলম, এসআই সোহেল রানা, এএসআই বাবুল মিয়া, এএসআই জহিরুল ইসলাম ও এএসআই শরীফ হোসেন।

আদালত মামলাটি আমলে নিয়ে হালিশহর থানার ওসিকে প্রাথমিক তদন্তপূর্বক এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ।

ফৌজদারি এ অভিযোগে ঘটনার তারিখ দেখানো হয় গত ২০১৬ সালের ১৫ আগষ্ট বিকেল ৫ টা। ঘটনা সংঘটিত হয় নগরীর হালিশহর থানার বারুনীঘাটা গলিচিপা পাড়া বাদির মালিকানাধীন কে.এ.জি এন্টারপ্রাইজের অফিসে।

মামলায় অপরাধ বিবরণীতে মারধর, চাঁদাদাবি ও ক্রসফায়ারের হুমকির অভিযোগে বিবিধ ধারা উল্লেখ করা হয়। এতে প্রায় ৮ বছর আগে বাদির অফিসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনকালে কয়েকজন আ. লীগ নেতা ও পুলিশ হাজির হয়ে ভাঙচুর চালানোর কথা জানান।

এমনকি ১৭ জন বিএনপি নেতাকে তখন গ্রেপ্তার করে হালিশহর থানায় নিয়ে ব্যাপক মারধর করেন বলে উল্লেখ করেন। এমনকি বাদিকে ছাড়তে ১০ লাখ টাকার চাঁদা দাবি করেন। ওসির মোবাইল ফোনে সাবেক প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহেনা ভিডিও কলে গাল মন্দ করেন বলেও উল্লেখ করেন। যা তদন্ত সাপেক্ষ বিষয়।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাকিস্তানে পৌঁছেছেন মালালা ইউসুফজাই পাকিস্তানীরা এখন হতে অনলাইনে বাংলাদেশের ভিসা পাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট সেবায় রোলমডেল হয়ে উঠবে-উপদেষ্টা শারমীন ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় জাতিগত ঐক্য খুবই জরুরি-ব্রুনাই হাই কমিশনার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রিফাত গ্রেপ্তার সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পুলিশ বিজিএমইএ’র নির্বাচন এপ্রিলে "জুলাই অভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ"-নাহিদ ইসলাম