31.3 C
আবহাওয়া
২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » পদত্যাগ পত্র জমা দিলেন নোবিপ্রবির সেই শিক্ষক

পদত্যাগ পত্র জমা দিলেন নোবিপ্রবির সেই শিক্ষক

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, নোবিপ্রবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

বিএনএ, নোবিপ্রবি: নম্বর টেম্পারিং ও ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে শাস্তি পাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের শিক্ষক এস এম মুশফিকুর রহমান আশিক পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণে এ পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার(২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অ.দা.) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষা বিভাগের একজন শিক্ষকের পদত্যাগ পত্র আমরা হাতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগে বিভাগের একাধিক ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৬ তম সভার সিদ্ধান্তক্রমে গত ৯ ফেব্রুয়ারী এক অফিস আদেশের মাধ্যমে এস এম আশিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব শাস্তির মধ্যে ছিল আগামী ৫ বছরের জন্য সহকারী অধ্যাপক থেকে তাকে প্রভাষক পদে পদাবনতি, ভবিষ্যতে এমন কোন অভিযোগ উঠলে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করা এবং শিক্ষাছুটি ও প্রমোশন/আপগ্রেডেশনের জন্য আবেদন করতে না পারার বিষয়টি।

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ