19 C
আবহাওয়া
১:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় বিলের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

আনোয়ারায় বিলের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

আনোয়ারায় বিলের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় বিলের পানিতে ডুবে মো. আনাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার বিলে এ ঘটনা ঘটে।

মৃত শিশু আনাম রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার এয়াকুব নবীর ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আনাম মায়ের সঙ্গে ঘর থেকে খেলতে বের হয়। একপর্যায়ে আনামকে বাইরে একা রেখে ঘরে ঢুকে পড়েন তার মা। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের বিলের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। ঘণ্টাখানেক পর তার মরদেহ বিলের পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: চন্দনাইশে নিখোঁজের আটদিন পর হকারের মরদেহ উদ্ধার

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ