35 C
আবহাওয়া
৪:২৬ অপরাহ্ণ - মে ২১, ২০২৪
Bnanews24.com
Home » কুবি বাংলা ভাষা সাহিত্য পরিষদের নেতৃত্বে শাইমুন-আজমীর

কুবি বাংলা ভাষা সাহিত্য পরিষদের নেতৃত্বে শাইমুন-আজমীর


বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘ভাষা-সাহিত্য পরিষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১২ তম আবর্তনের শিক্ষার্থী মো.শাইমুন মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ১৩ তম আবর্তনের শিক্ষার্থী মো. আজমীর হোসাইন।

মঙ্গলবার (২৯ আগস্ট) ভোট গ্রহণ শেষে বাংলা ভাষা সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠনের লক্ষে গঠিত প্রধান নির্বাচন কমিশনার বিভাগের সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন, নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম ও সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এছাড়া কমিটিতে আছেন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান অনিক, সাহিত্য সম্পাদক পদে মো. আল মামুন, ক্রীড়া সম্পাদক পদে শহীদুল ইসলাম সুজন, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মো. আবু হানিফ, প্রচার সম্পাদক পদে মো. বাবুল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক পদে হামিদুর রহমান আজাদ, সহ-প্রচার সম্পাদক পদে মো. কাউসার আলম নির্বাচিত হয়েছে। এছাড়াও বিভাগটির পাঁচ শিক্ষাবর্ষের পাঁচ জন শ্রেণি প্রতিনিধি বাংলা ভাষা-সাহিত্য পরিষদের কার্যকরী পরিষদের কমিটিতে অন্তর্ভুক্ত হবে।

নবনির্বাচিত সহ-সভাপতি মো.শাইমুন মিয়া বলেন,‘বাংলা ভাষা ও সাহিত্য পরিষদ নির্বাচনে আমাকে সহ-সভাপতি পদে নির্বাচিত করায় আমি আনন্দিত। দীর্ঘ কয়েক বছর বাংলা বিভাগের সহশিক্ষা কার্যক্রমে আমি সক্রিয় ছিলাম৷ আর আজ আমার সহপাঠীরা এসবের যথাযথ মূল্যায়ন করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কমিটি তাদের কার্যক্রমের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্য পরিষদে যথাযথ ভূমিকা রাখবে। সর্বোপরি বাংলা বিভাগ, কুবি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা কামনা করছি।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আজমীর হোসাইন বলেন, ‘আমার উপর আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ। এই আস্থার প্রতিদান দিতে আমি সর্বদা সচেষ্ট থাকবো। বাংলা বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে এই পরিষদ স্বচ্ছতার সাথে কাজ করে যাবে।’

এছাড়া ছয় শিক্ষাবর্ষ থেকে ছয়জন শ্রেণী প্রতিনিধি ‘ভাষা-সাহিত্য পরিষদ কার্যকরী পরিষদের কমিটিতে অন্তর্ভুক্ত হবে।

বিএনএ/ আদনান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ