18 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ফের পেছালো জাপানের চাঁদে যাওয়া

ফের পেছালো জাপানের চাঁদে যাওয়া


বিএনএ, বিশ্বডেস্ক : তৃতীয়বার পিছিয়ে গেল জাপানের চন্দ্রযানের উৎক্ষেপণ। সোমবার (২৮ আগস্ট) জাপান মহাকাশ গবেষণা সংস্থার (জেএএক্সএ) এক বিবৃতিতে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়।’

যখন উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়, তখন নির্ধারিত সময়ের ৩০ মিনিটও বাকি ছিল না। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কোনো ঝুঁকি না নিয়ে চন্দ্রযানের উৎক্ষেপণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাপান। অপারেটর মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, জোর বাতাসের কারণে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের উৎক্ষেপণ ইউনিটের প্রধান তাতসুরু তোকুনাগা জানিয়েছেন, জোরালো হাওয়ার কারণে জাপানের চন্দ্রযানের উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়। যাতে কোনো বিপদ না হয়, সেজন্যই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের উৎক্ষেপণ ইউনিটের প্রধান।

তিনি আরও বলেন, নতুন করে জ্বালানি ভর্তি করতে হাওয়ার মতো প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য সময় লাগবে। তাই আগামী বৃহস্পতিবারের আগে উৎক্ষেপণ সম্ভাবনা নেই। এমনকি আগামী ১৫ সেপ্টেম্বরেও হতে পারে উৎক্ষেপণ।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ