বিএনএ, ঢাকা: একযোগে পুলিশ সুপার পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলির এ আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস। বদলিকৃতদের মধ্যে কয়েকজন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাও রয়েছেন।
বদলি ও পদায়নকৃতদের মধ্যে পুলিশ অধিদপ্তর, মেট্রোপলিটন, এসবি, নৌ পুলিশ, পুলিশ ট্রেনিং সেন্টার, সিআইডি, ডিবি, এপিবিএন, রেঞ্জ রিজার্ভ ফোর্স, ট্যুরিস্ট পুলিশ, পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ৪০ জন কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিএনএ/এমএফ