35 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » জ্বালানী তেলে লিটারে ৫ টাকা কমেছে; মঙ্গলবার থেকে কার্যকর

জ্বালানী তেলে লিটারে ৫ টাকা কমেছে; মঙ্গলবার থেকে কার্যকর


বিএনএ ডেস্ক : ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে সরকার।

সোমবার (২৯ আগস্ট) রাতে দাম কমানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জ্বালানী বিভাগ। সেখানে বলা হয়, মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।

জ্বালানী তেলের দাম সর্বোচ্চ বাড়ানো হয় ৫১.৭ শতাংশ আর সর্বোচ্চ কমানো হয়েছে ৪.৩৯ শতাংশ।

দাম বৃদ্ধি : ৬ আগস্ট-২০২২

জ্বালানী তেল       আগের দাম          নির্ধারণ              বৃদ্ধির হার

ডিজেল               ৮০ টাকা            ১১৪ টাকা           ৪২.৫ শতাংশ

কেরোসিন           ৮০ টাকা            ১১৪ টাকা           ৪২.৫ শতাংশ

পেট্রোল              ৮৬ টাকা            ১৩০ টাকা          ৫১.১ শতাংশ

অকটেন              ৮৯ টাকা            ১৩৫ টাকা          ৫১.৭ শতাংশ

দাম কমানো : ২৯ আগস্ট-২০২২

জ্বালানী তেল       আগের দাম         নির্ধারণ               বৃদ্ধির হার

ডিজেল               ১১৪ টাকা           ১০৯ টাকা           ৪.৩৯ শতাংশ

কেরোসিন           ১১৪ টাকা           ১০৯ টাকা           ৪.৩৯ শতাংশ

পেট্রোল              ১৩০ টাকা          ১২৫ টাকা           ৩.৮৫ শতাংশ

অকটেন              ১৩৫ টাকা          ১৩০ টাকা          ৩.৭০ শতাংশ

এর আগে ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে জাতীয় রাজস্ব বোর্ড। একদিন পরেই দাম কমানোর সিদ্ধান্ত নিলো সরকার।

গত ৫ আগস্ট বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় কমাতে সরকার তেলের দাম বৃদ্ধি করে। সে সময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা ও পেট্রোলে ৪৪ টাকা বাড়ানো হয়। এতে ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ