বিএনএ, ঢাকা : চলতি মাসের প্রথম ২৫ দিনে ১৭২ কোটি ৯৩ লাখ (১ দশমিক ৭৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) যার পরিমাণ ১৬ হাজার ৪২৯ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ২১৪ কোটি ডলার।
রবিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, আগস্টের প্রথম ২৫ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোতে এসেছে ৬৪ লাখ ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকে এসেছে দুই কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।
চলতি মাসের প্রথম ২৫ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে মোট রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ৬২ লাখ ডলার। এরপর অগ্রণী ব্যাংকে ১১ কোটি ডলার, সিটি ব্যাংকে প্রায় ১১ কোটি, ডাচ-বাংলা ব্যাংকে ৯ কোটি ৫৪ লাখ ডলার এডবং রূপালী ব্যাংকের মাধ্যমে এসেছে নয় কোটি ৩৫ লাখ মার্কিন ডলার।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, যখন খোলাবাজারে ডলারের রেট ব্যাংকের তুলনায় বেশি হয়, তখন বৈধ চ্যানেলের চেয়ে হুন্ডিতে রেমিট্যান্স বেশি আসে। বর্তমানে ব্যাংক ১ ডলারের বিপরীতে ৯৬ থেকে ৯৮ টাকা দিচ্ছে। সঙ্গে সরকারের আড়াই শতাংশ প্রণোদনা যোগ হচ্ছে। ফলে সব মিলিয়ে ১০০ টাকার মতো পাওয়া যায়। তবে খোলাবাজারে ১১০ থেকে ১১১ টাকায় ডলার বিক্রি হচ্ছে। এতে বেশি টাকার লোভে ব্যাংকিং চ্যানেলের চেয়েও ভিন্ন পথে টাকা পাঠাচ্ছেন অনেকে। এ কারণেই বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ কম হয় বলে জানান তারা।
বিএনএনিউজ/এইচ.এম।