27 C
আবহাওয়া
১:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের চেষ্টা চলছে : নওফেল

জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের চেষ্টা চলছে : নওফেল

জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে : শিক্ষা উপমন্ত্রী

বিএনএ, চট্টগ্রাম : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। আশা করছি তা করতে পারবো। হাসপাতালগুলোতে শুধু অবকাঠামোই নয়।মূল বিষয় হচ্ছে মানুষকে চিকিৎসাসেবা দেয়া। রোববার (২৯ আগস্ট) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিটের (এইচডিইউ) উদ্বোধন শেষে তিনি  গণমাধ্যমকে এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, সরকার হাসপাতালের উন্নয়নে কাজ করছে। সরকারি-বেসরকারি উদ্যোগে এখানকার হাসপাতালগুলোতে উন্নয়ন হয়েছে। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সকলের সমন্বিত প্রচেষ্টায় করোনা মোকাবিলা করছি।

শিক্ষা উপমন্ত্রী নওফেল আরও বলেন, দেশের বাইরে থাকেন চট্টগ্রামের বিপুল সংখ্যক মানুষ। তাই বিশেষভাবে চট্টগ্রামে টিকার পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুমের সঞ্চালনায় ও সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে বিএসআরএম এর উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া বক্তব্য দেন। এতে উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডা. তানজিমুল ইসলাম, আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাস প্রমূখ।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোগে এবং বিএসআরএম এর আর্থিক সহায়তায় এই এইচডিইউ স্থাপন করা হয়।সেখানে ৮ জন চিকিৎসক ও ১০ জন নার্স হাসপাতালে যোগ দিয়েছেন।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ