বিএনএ,ঢাকা:শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু’র চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসান আগের চেয়ে কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন, ২১ পর্যন্ত ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৪৪ টাকা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৫১.৬৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির লোকসান কমেছে ৪৯.২৩ টাকা বা ৯৫ শতাংশ।
শুধু দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন, ২১ পর্যন্ত ৩ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৫৩.৭৪ টাকা।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৫.৫০ টাকা।
বিএনএনিউজ২৪ডটজম/ এসবি, ওজি